নতুন পোশাক কেন ধুয়ে পরবেন?
নতুন পোশাক এর প্রতি আকর্ষণ সবারই থাকে এবং পছন্দের ওই পোশাকটি দ্রুত না পরা পর্যন্ত যেন মনের অস্থিরতা কাটেই না। দেখতে চকচকে হলেও নতুন পোশাক না ধুয়ে পরা উচিত না। আসুন দেখে নিই নতুন পোশাক না ধুয়ে পরলে কিভাবে আমরা ক্ষতিগ্রস্থ হতে পারি।
নতুন পোশাক এর প্রতি আকর্ষণ সবারই থাকে এবং পছন্দের ওই পোশাকটি দ্রুত না পরা পর্যন্ত যেন মনের অস্থিরতা কাটেই না। দেখতে চকচকে হলেও নতুন পোশাক না ধুয়ে পরা উচিত না। আসুন দেখে নিই নতুন পোশাক না ধুয়ে পরলে কিভাবে আমরা ক্ষতিগ্রস্থ হতে পারি।
নতুন কাপড় না ধুয়ে পরার ক্ষতিকর দিকসমূহ:
ত্বকে র্যাশ দেখা দেওয়াঃ
প্রায়শই শপিং মল কিংবা দোকানে জামা-কাপড় ঝুলানো অবস্থায় দেখা যায়। কাপড়ে যাতে ছত্রাক এর আক্রমণ না ঘটে সেজন্য ফর্মালডিহাইডের মতো রাসায়নিক ছড়িয়ে দেয়া হয় অনেক সময়। ওই জামা পরলে স্পর্শকাতর ত্বকে র্যাশ দেখা দিতে পারে।
বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হওয়া:
সুন্দর পোশাকটি আপনার কাছে আসার পুর্বে অনেক মানুষের ছোঁয়া লাগে। তৈরি থেকে শুরু করে প্যাকেট করা বা দোকানের সেলসম্যান অর্থাৎ বহু মানুষের হাতের স্পর্শ লেগে যায় কাপড়ে। এর মধ্যে অনেকেই চর্ম রোগে আক্রান্ত থাকতে পারে। এই রোগের জীবাণু পোশাকে লেগে যেতে পারে এবং আপনি সহজেই উক্ত রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন । তাই অবশ্যই নতুন পোশাক ভালো করে ধুয়ে তারপর পরুন।
ত্বকের ক্যান্সারের ঝুঁকি:
শুধু অন্যের হাতের ছোঁয়াই নয়, পোশাককে নিখুঁত ভাবে আপনার সামনে উপস্থাপন করতে নানারকম রাসায়নিক ও রং ব্যবহার করা হয়। এই উপাদান আপনার ত্বকের অনেক ক্ষতি করতে পারে। এই রাসায়নিকের কারণে সামান্য চুলকানি বা রেশ থেকে শুরু করে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে।
উকুন এর বিস্তার ঘটাঃ
নতুন পোশাক থেকে উকুন এর বিস্তার একটি সাধারন বিষয়। যেসব দোকানে বিশেষ করে পোশাক ট্রায়াল করে কেনার ব্যবস্থা আছে সেখানে এই সমস্যা বেশি দেখা যায়।
অন্যের শরীরের জীবাণু দ্বারা সংক্রমিত হওয়াঃ
পোশাক ট্রায়াল এর সময় অনেক ক্রেতা ঘামে ভেজা শরীরে ট্রায়াল দিয়ে চলে যায়। পরে আপনি যদি সেই পোশাকটিই কিনে আনেন এবং না ধুয়েই পরেন তাহলে আগে ট্রায়াল দেওয়া মানুষটির শরীরের রোগ জীবাণু আপনার শরীরে চলে আসতে পারে। আপনিও তার শরীরে থাকা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন।
নতুন কাপড়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর ডাই ও কেমিক্যাল থাকতে পারে যা ত্বকের ক্ষতি করতে পারে। তাই সুস্থ থাকার জন্য কেবল নতুন পোশাক নয়, নতুন তোয়ালে থেকে শুরু করে মোজা পর্যন্ত সবকিছুই ব্যবহারের আগে ভালভাবে ধুয়ে তারপর পরিধান করুন এবং জীবাণু ও কেমিক্যাল এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে দূরে রাখুন।