Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তার ভাই কে প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
আপনি NS1 antigen for dengue, cbc,chest xray (p/a view),usg of whole abdomen,urine r/e পরীক্ষা করবেন।
আপাতত জ্বরের জন্য tab. napa 500mg 1+1+1.. খাবার পর, কাশির জন্য tab, flindof 200mg 1+0+1...৭দিন, tab. aeron 10mg 0+0+1..১০দিন।
পরীক্ষা করে যোগাযোগ করবেন /কোনো মেডিসিন বিশেষঙ্গের পরামর্শ নিন।
Dr. S.M. Akib Ibtisum
100132 |
Topics
Allergy Beautification Blood Disorder Bones, Joint, & Musculoskeletal Pain Brain & Nerve Breathing & Respiratory problem Cancer Child Health Contraception Diabetes & Hormonal problem ENT Eye & Vision Fever / Common Cold Fitness Expert General Health Hypertension & Heart diseases Infertility Kidney & Urinary Medications & Drug Query Men's Health Mental Health Nurological problem Oral & Dental Others Pregnancy Sexual Health Skin, Hair, & Nail Smoking & Other Addiction Vaccination & Immunnization Women's Health-
Featured Questions
সালামুআলাইকুম আমার বয়স 30 বছর। আমি বর্তমানে ডায়েট করছি তো অনেকদিন যাবত ডায়েট করছি, আমি কিছুদিন যাবত ফলিক এসিড খাচ্ছি। Folneed ওষুধ খাচ্ছি এখন আমার মাথা ব্যথা করছে বমি বমি ভাব লাগতাছে সে ক্ষেত্রে আমি কি করবো।
আমার স্ত্রীর বয়স ২৮ বছর। ঘুম থেকে উঠার পর পায়ের তলায় ব্যাথা হয়,পা জলে, এবং দুর্বল। ঃ। ডায়াবেটিস, প্রেসার সমস্যা নেই। পরামর্শ প্রয়োজন।