Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সর্দির জন্য Syp Pediamin 1 TSF at night for 7 days দিতে পারেন। লক্ষ্য রাখুন বাচ্চার জ্বর আসে কিনা। সাধারণত সর্দি জ্বর হলে বাচ্চা খাবারের প্রতি অনীহা প্রকাশ করতে পারে। বাচ্চাকে খাবার নিয়ে বেশি জোর করবেন না। তাকে তার মত করে খেলতে দিন। ক্ষুধা পেলে সে অবশ্যই খাবে। তার পছন্দের খাবার গুলো রঙিন কার্টুন যুক্ত পাত্রে রেখে দিবেন। তার সাথে বসে মা বাবারাও খাবে যাতে সে খাবারের গুরুত্ব বুঝতে পারে। লক্ষ্য রাখুন বাচ্চার প্রস্রাব পায়খানা ঠিক আছে কিনা। Syp Pogo -- 1 TSF once daily after meal for 1 month মাল্টিভিটামিন ঔষধ দিতে পারেন। লাভবান না হলে, বাচ্চার ওজন দ্রুত কমতে থাকলে অবশ্যই সশরীরে গিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। ধন্যবাদ।
Dr. Sadia Sikder
MBBS