Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রথমত, প্রচুর পানি পান করুন, দৈনিক ২-৩ লিটার। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। গোপনাঙ্গ কখনো সাবান পানি দিয়ে পরিস্কার করবেন না। শুধু পরিস্কার পানি বা কুসুমগরম পানি যথেষ্ট পরিস্কার করার জন্য। বেশি করে শরবত, ডাবের পানি পান করুন। সহবাসের আগে ও পরে অবশ্যই প্রস্রাব করে পরিস্কার হয়ে নিবেন। লক্ষ্য রাখুন, মাসিকের সময় নিয়ম করে Sanitary Napkin বদলাবেন। অনেক টাইট অন্তর্বাস পরবেন না। সব সময় সুতি cotton অন্তর্বাস ব্যবহার করবেন।
যোনি পথের মুখে সরাসরি হাত দিবেন না। এমনিতে সাদা স্রাব খুবই স্বাভাবিক। অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত একজন গাইনী ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। ধন্যবাদ।
Dr. Sadia Sikder
MBBS