Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। খাবারে অরুচির সাথে লক্ষ্য রাখুন অন্য কোন সমস্যা হচ্ছে কিনা যেমন, জ্বর, অপর্যাপ্ত ঘুম, পেটে গ্যাস। নিয়মিত শারীরিক ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীর ক্লান্ত হলে ঠিকমত খাবার খাওয়ার আগ্রহ বাড়তে পারে। ভাজা পোড়া তেল মসলা যুক্ত খাবার ও যে কোন অসাস্থ্যকর অভ্যাস ত্যাগ করুন। দৈনিক ২-৩ লিটার পানি পান করুন এবং পর্যাপ্ত পরিমান ঘুমাবেন। প্রাথমিক ভাবে, এ ঔষধগুলো খেতে পারেন।
1) Tab Probitor 20mg --1+0+1 -- 30min before meal for 15days
2) Tab Bextram GOLD -- 0+1+0 after meal for 1 month.
লাভবান না হলে অবশ্যই Medicine Specialist Doctor এর পরামর্শ নিয়ে নিন।
Dr. Sadia Sikder
MBBS