Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ৬ মাস বয়সের পর মায়ের বুকের দুধের পাশাপাশি বাচ্চা ঘরে তৈরী নরম ও পাতলা ভাত, খিচুরী, সাগুদানা, স্যুপ, সবজি, নরম ফল খেতে পারবে। একেক বাচ্চার খাবার রুটিন একেক রকম হতে পারে ও সাধারণত নির্ভর করে বাবা মার উপর। সলিড খাবার দেয়া শুরু করলে প্রথমে কিছু দিন ১ বেলা দিবেন, এর পর থেকে কিছু দিন ২ বেলা। কোন সমস্যা না হলে ও প্রস্রাব পায়খানা ঠিক থাকলে বুকের দুধের পাশাপাশি ৩ বেলা করে সলিড খাবার দিতে পারেন। বেশী জোর করে বাচ্চাকে খাওয়াবেন না। একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন, বাচ্চার ওজন ও বৃদ্ধি হার অনুসারে তিনি খাবার তালিকা পরামর্শ করতে পারবেন। ধন্যবাদ।
Dr. Sadia Sikder
MBBS