Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বাচ্চার জ্বর কত উঠে মেপে দেখুন। প্রয়োজনে বাচ্চার শরীর হালকা কুসুম গরম পানি দিয়ে ৪/৫ ঘন্টা পরপর মুছে দিবেন। লক্ষ্য রাখুন বাচ্চা যেন ঠিকমত বুকের দুধ পান করে। নিম্নোক্ত ঔষধগুলো দিতে পারেন।
1) Syp Napa -- 1 TSF 3 times daily after feeding if fever is 100-101F.
2) Suppository Napa 125mg -- 1 stick per rectally if fever is 102F or more.
3) Syp Omidon -- 1/2(half) TSF 3 times 15-30minute before feeding.
4) ORS-- mix a pack in 500ml water and feed baby 1 TSF every 20-30 minutes if vomiting persists.
বাচ্চা ঘুমের মধ্যে বমি করেছে তাই সবসময় observation এ রাখবেন যাতে একা না থাকে। বাচ্চার মা যেন সুস্থ থাকেন। এবং বাচ্চা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে তাই ডাক্তার বা হাসপাতাল কাছাকাছি আছে এমন জায়গায় থাকা উত্তম। ধন্যবাদ।
Dr. Sadia Sikder
MBBS