Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। smoking ছাড়াও অন্যান্য কারণে ঠোঁট কালো হতে পারে যেমন, পানি কম পান করা, রোদ, অনেক বেশি চা/কফি পান করা, ঘন ঘন ঠোঁট জিহবা দিয়ে ভেজানো, নির্দিষ্ট কিছু medical conditions ইত্যাদি। প্রথমে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। ঘুমানোর আগে ১চা-চামচ মধুর সাথে ১চা-চামচ চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে scrub করুন এবং কুসুম গরম পানি দিয়ে এরপর ধুয়ে ফেলুন, অন্তত ১ মাস। সব সময় ভালো মানের moisturizing lip balm ব্যবহার করবেন এবং বাইরে গেলে অবশ্যই sunscreen ব্যবহার করবেন। প্রতিদিন ২-৩ লিটার পানি পান করবেন। প্রয়োজনে দ্রুত Dermatologist Doctor এর পরামর্শ নিন। আধুনিক কালে ঠোঁট লালচে করার surgical procedure চালু হয়েছে। সে ক্ষেত্রে Cosmetic Surgeon এর পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।
Dr. Sadia Sikder
MBBS