Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...
Popular Questions
Answer
ডাক্তারভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রাথমিক ভাবে আগে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন। Personal Hygiene মেইনটেন করুন। গোপনাঙ্গে কখনে সরাসরি সাবান লাগাবেন না। পরিস্কার করার জন্য শুধু পানি বা কুসুমগরম পানি যথেষ্ট। সাদাস্রাব অধিকাংশ নারীর জন্যই স্বাভাবিক। তবে অতিরিক্ত পরিমাণে হয়ে থাকলে তা fungal infection হতে পারে। আপাতত এই কয়েকদিন একদম ঢিলেঢালা কাপড় পরুন। প্রচুর পানি পান করবেন এবং ঘন ঘন প্রস্রাব করবেন। এতে চুলকানি কমবে। সবসময় কটনের অন্তর্বাস ব্যবহার করবেন। লক্ষ্য রাখবেন এ কাপড় গুলি হালকা সাবান দিয়ে ধোবেন। সহবাস এর আগে ও পরে অবশ্যই প্রস্রাব করে নিবেন। এরপর চুলকানি না কমলে অবশ্যই সশরীরে গিয়ে গাইনী ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন। ধন্যবাদ।
Dr. Sadia Sikder
MBBS